শুক্রবার, ১ মে, ২০২০

আমরা সবুজ, আমরা সুন্দর - WE ARE GREEN, WE ARE CLEAN : ফাদার নিকোলাস বাড়ৈ, সিএসসি


১.'লাউদাতো সি সপ্তাহ' (১৬-২৪ মে, ২০২০ খ্রিস্টাব্দ): আজ মে মাস আরম্ভ। পোপ ফান্সিস এর সর্বজনীন প্রেরণ পত্র 'লাউদাতো সি' (২৪ মে, ২০১৫ খ্রিস্টাব্দ) প্রকাশের পাঁচ বছর অতিবাহিত হতে যাচ্ছে। পোপ মহোদয় মে মাসের ১৬ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ‘লাউদাতো সি সপ্তাহ’ ঘোষণা দিয়েছেন । পরিবেশের অনেক ক্ষতি আমরা করে ফেলেছি, এখনও করে যাচ্ছি। এই অবরুদ্ধ সময়ে আমরা যদি ঘরে থেকেই নিজের ঘর ও প্রাত্যহিক জীবনের পরিবেশ সুরক্ষা করি তবে আমাদের অভিন্ন বসতবাটি এ ধরিত্রির যত্মই করছি। আমরা পোপ ফ্রান্সিস এর আহ্বানের একাত্মতায়ই থাকব।
ফাদার নিকোলাস বাড়ৈ, সিএসসি, শ্রীমঙ্গল - তিনি প্রকৃিত ও পরিবেশেরও পালক, শ্রীমঙ্গল মিশন প্রাঙ্গন, সিলেট ডাইওসিস
২.‘আমরা সবুজ, আমরা সুন্দর’: ন্যায় ও শান্তি কমিশন (জলবায়ু সুরক্ষা দপ্তর)-বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী’র একটি প্রস্তুতিমূলক জনসচেতনতা উদ্যোগ ‘আমরা সবুজ, আমরা সুন্দর’ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ ডাইওসিস পর্যায়ে ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে পর্যায়ক্রমে পরিবেশে সুরক্ষা কার্যক্রম চলমান থাকবে।
নটর ডেম কলেজ প্রাঙ্গণ, ঢাকা

(প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ সহভাগিতামূলক উদ্যোগ, জলবায়ু সুরক্ষা দপ্তর, ন্যায় ও শান্তি কমিশন, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন