শুক্রবার, ২২ মে, ২০২০

কার্বন ব্যবহার মাত্রা পর্যবেক্ষণের একটি অনুশীলন


লাউদাতো সি বা তোমার প্রশংসা হোক সপ্তাহ (৬ষ্ঠ দিন)
কার্বন ব্যবহারের একটি সরল পর্যবেক্ষণ
কার্বন পদচিহ্ন
কার্বন পদচিহ্ন হল গ্রীহাউজ গ্যাসের পরিমাণ অর্থাৎ সাধারণত কার্বন ডাই অক্সাইড যা পণ্য উৎপদন, সেবা গ্রহণ ও মানুষের নিত্যদিনের ক্রিয়াকলাপ দ্বারা বায়ু্মণ্ডলে নির্গত হয়। মানুষের ব্যাপক কার্যকলাপ, ব্যক্তিগত, পারিবারিক,  সামাজিক উৎসব, সংস্থা ও সংগঠন এবং সমগ্র জাতির ক্রিয়াকলাপের মাধ্যমে কার্বন নির্গত হতে পারে। উদাহরণ- মিল কারখানা, যানবাহন, বিদেশী টিনজাত খাবার, গাড়ি, এি/সি, রিফ্রিজারেটর, বেশি মাংস খাওয়া, সাজ-সজ্জা, জেনারেটর, বিদ্যুৎ, টেলিভিশন, পানি, বিদেশী পণ্য ইত্যাদি অতি ব্যবহারে বেশি মাত্রায় এবং কম ব্যবহারে কম গ্যাস নির্গত হবে। জলবায়ু উষ্ণতাবৃদ্ধির কারণ মানুষের কর্মকাণ্ড থেকে নির্গত এই গ্রিণহাউজ গ্যাস। যা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটাছে ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করছে ফলে মানুষের অনেক কষ্টের কারণ হয়ে উঠছে। আমাদের জীবনযাত্রা পরিবর্তন করে, অতি উৎপাদন ব্যবস্থা ও ভোগবাদী অভ্যাস ও আচরণ নিয়ন্ত্রন করে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে গ্যাসের দূষণ কমিয়ে আনা যায়। লাউডাতো সি সপ্তাহে আজ ৬ষ্ঠ দিনে আমরা এ বিষয়ে পাঠ করি, চিন্তা-অনুধ্যান করি ও কাজ করি বা কিছুু ব্যক্তিগত পদক্ষেপ গ্রহণ করি।  

একটি সরল পর্যবেক্ষণ
আপনার ব্যক্তিগত কার্বন ব্যবহার অবস্থান জানার জন্য এই সরল পর্যবেক্ষণে অংশগ্রহণ করতে পারেন। ১ থেকে ৫ নাম্বার পর্যন্ত প্রতিটি কার্যক্রমের জন্য একটি বর্ণ অর্থাৎ (ক) অথবা (খ) চিহ্নিত করুন। যা আপনার জীবনযাত্রার সর্বোত্তম নির্দেশনা প্রকাশ করে থাকে।

প্রথম ধাপ
১. আমার প্রতিদিনকার খাবার তালিকায় বেশিরভাগ থাকে-
     (ক) নিরামিষাশী খাদ্য অর্থাৎ আমি নিরামিষভোজী
     (খ) অ-নিরামিষাশী খাদ্য অর্থাৎ আমার খাদ্য মাংস ও মাছ প্রধান

২. আমি টেলিভিশন দেখি বা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করি-
    (ক) দিনে মোট  ৪ ঘন্টার চেয়ে কম সময় ধরে
    (খ) দিনে মোট ৪ ঘন্টা বা এর চেয়ে আরো বেশী সময় ধরে

৩. এক মাসে আমি কেনাকাটা করে থাকি-
    (ক) মোট ৫টির কম কাপড় বা বই বা ব্যক্তিগত প্রসাধন/যত্নের জিনিসপত্র
    (খ)  মোট ৫টি বা এর চেয়ে বেশি কাপড় বা বই বা ব্যক্তিগত প্রসাধন/যত্নের জিনিসপত্র

৪. আমার প্রতিদিনের যাতায়াত ব্যবস্থা সাধারণত মাধ্যম থাকে-
    (ক) পায়ে হেঁটে বা বাই-সাইকেল ব্যবহার করে বা গণপরিবহন ব্যবহার করি
    (খ) ব্যক্তিগত যানবাহন ব্যবহার করে থাকি

৫. গরম আবহাওয়ার সময় আমি ব্যবহার করে থাকি-
    (ক) বৈদ্যুতিক পাখা
    (খ) শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এ/সি)

দ্বিতীয় ধাপ
বর্ণ (ক) এর জন্য ১ পয়েন্ট। বর্ণ (খ) এর জন্য ৩ পয়েন্ট দিন। এখন পাঁচটির পয়েন্ট একসাথে যোগ করুন ও যোগফল মনে রাখুন।

তৃতীয় ধাপ
এখন আপনার কার্বন ব্যবহারের অবস্থান জেনে নিন।
নিম্নতম: মোট যোগফল ৫ থেকে ১০ পয়েন্টের নিচে- সুস্বাগতম! আপনার কার্বন ব্যবহার মাত্রা খুবই কম। এমন মানসিক মনোবল ধরে রাখুন যা জলবায়ু-বান্ধব জীবনযাত্রা।

মাঝারি: মোট যোগফল ১০ থেকে ১৫ পয়েন্টের নিচে- আপনার কার্বন ব্যবহার মাত্রা মধ্যম বা মাঝারি পর্যায়। মনের জোর থাকলে ও ইচ্ছা করলেই কার্বন ব্যবহার  হ্রাস করে জলবায়ু বান্ধব জীবনযাত্রা শুরু করতে পারেন।

উচ্চ: মোট যোগফল ১৫ পয়েন্ট: আপনার কার্বন ব্যবহার মাত্রা উচ্চ পর্যায়। যদিও আপরার কার্বন ব্যবহার উচ্চ পর্যায় তবুও আপনি সচেতন হয়ে লাউদাতো সি সপ্তাহের অনুপ্রেরণা ও প্রার্থনায় ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করে কার্বন ব্যবহার কমাতে পারেন। আপনারও জলবায়ু-বান্ধব জীবনযাত্রায় অংশগ্রহণ করা অধিকার আছে। আপনার মহৎ পদক্ষেপের জন্য অগ্রিম শুভকামনা।


সূত্র: লাউদাতো সি সপ্তাহে এফ এ বি সি কর্তৃক প্রকাশিত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন