বান্দরবন এর রুমা উপজেলার একটি গ্রাম মুনলাই পাড়া। এটি বাংলাদেশের সবচেয়ে পরিস্কার পাড়া হিসেবে পরিচিত, এই পাড়ায় বম সম্প্রদায় এর জনগোষ্ঠীর বসবাস, এই গ্রামের পাশে বয়ে গেছে সাঙ্গু নদী। বগা লেক আর ক্রেওক্রাডং যাওয়ার পথে এটি একটি বম পাড়া। বম সম্প্রদায়ের ৫৪টি পরিবারের বসবাস এখানে। বান্দরবনের পাহাড়ে পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে বসতি বা পাড়া চোখে পড়ে, মুনলাই পাড়া সেগুলো থেকে ব্যতিক্রম। পাহাড়ী রাস্তার দুই ধারে নানা রকম রঙিন ফুলের গাছ, ঝকঝকে ছোট ছোট বাড়ি, যেগুলো স্বাভাবিকভাবেই মাচার উপর। সভ্যতা থেকে এত দূরে এত বিচ্ছিন্ন থাকার পরেও বম সংস্কৃতির মানুষজন খুবই শৃংখল উপায়ে প্রকৃতির মায়া-মমতাকে আঁকড়ে ধরে সাজিয়ে তুলেছে তাদের নিজের জগৎ। সাঙ্গু নদীর তীরে বিস্তার লাভ করা এই আদি অকৃত্রিম পাড়াটা একটি পরিস্কার পরিচ্ছন্ন গ্রামের নিদর্শন। রাস্তার দুই পাশে সুন্দর করে ড্রেন করে দেয়া আছে যেন বৃষ্টির পানি খুব সহজে চলে যেতে পারে। রাস্তার দুই পাশে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো আছে। রাস্তার দু,পাশে বসতবাড়ি রাস্তা এবং বসতবাড়ি খুবই পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। কোন ময়লা কোন পথে চোখে পড়েনা। গ্রাম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শুধু একটু চেষ্টা করলেই শুধু এই গ্রামটা নয় আমাদের পুরো বাংলাদেশকে আমরা অনেক পরিস্কার পরিচ্ছন্ন সবুজ রাখতে পারি। আমরা যার যার জায়গায় যদি সচেতন হই, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। আসুন না আমরা যার যার জায়গা থেকে বিধাতার সৃষ্টি এই ধরণীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে একটু সচেতন হই।
(প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ সহভাগিতামূলক উদ্যোগ, জলবায়ু সুরক্ষা দপ্তর, ন্যায় ও শান্তি কমিশন, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন