সোমবার, ১৮ মে, ২০২০

পরিবার, প্রকৃতি ও পরিবশে


পোপ ফ্রান্সিস এর আহ্বানে ‘লাউদাতো সি বা তোমার প্রশংসা হোক সপ্তাহ' ১৬-২৪ মে ২০২০ খ্রিস্টাব্দ আমরা উদযাপন করছি।আমাদের পরিবার হল সৃষ্টি ও প্রকৃতির একটি অংশ । পরিবার যত্ন নিয়ে থাকে সৃষ্টি ও প্রকৃতির এবং পরিবার বেঁচে থাকার অপরিহার্য উপকরণসমূহ প্রকৃতি সরবরাহ করে থাকে। তাই দায়িত্বশীল পরিবার গঠন, সুন্দর জীবনযাপন, স্বামী-স্ত্রীর অঙ্গিকার রক্ষা, বিপদাপন্ন আপনজনদের সেবাযত্ন করে পারিবারিক পরিবেশ সুন্দর করে তুলতে পারি। পরিবারে ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ- প্রয়োজন মাফিক কেনাকাটা, পরিমিত রান্না ও অপচয়রোধ, পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, জিনিসপত্র পুনঃব্যবহার করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করতে পারি।বাড়িতে বিদ্যুৎ, গ্যাস, টেলিভিশন, এসি, পানির কল, বৈদ্যুতিক পাখা ব্যবহারের পর বন্ধ রাখাতে সর্বদা সচেতন থাকতে হবে। রান্নাঘরের অবশিষ্টাংশ, পাতা-লতা ও আবর্জনাগুলি মিশ্রিত করে উত্তম সার তৈরি করা যায় এবং এসব গাছের  বৃদ্ধিতে আরও ভাল সার হিসেবে সহায়তা করে। আমরা সবুজ, আমরা সুন্দর থাকি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন