শনিবার, ৯ মে, ২০২০

আমরা সবুজ, আমরা সুন্দর - WE ARE GREEN, WE ARE CLEAN: অতুল আই. গমেজ


--- ১ ---
বোশেখ আসে দ্বারে******
""""""""""""""""""""""

চৈত্রি শেষে বোশেখ মাস
আসে মোদের দেশে,
বাংলা জাগে সবুজ রঙ্গে
চির নতুন বেশে।

মাঠ ভরে যায় বাদমী রঙ্গে
সোনালী পাঁকা ধানে,
কৃষক ভাইয়ের হৃদয় জুড়ায়
চেয়ে মাঠের পানে।
দড়িপাড়া,গাজীপুর
হঠাৎ আলো হঠাৎ কালো
বোশেখ মাসের আকাশ,
সুর বাজিয়ে ঝরে বাদল
সাথে বেধূম বাতাস।

গাছের সাথে দোল খেয়ে যায়
আম্র পড়ে ঝরে,
মন টিকেনা আমের লোভে
বাদল ঝরা ঘরে।

বৃষ্টি শেষে মেঘের ফাঁকে
দুষ্টু সূরুজ হাসে,
পদ্ম পাতার ফাঁকে ফাঁকে
রাজ হংসী ভাসে।

এমনি করে বছর ঘুরে
বোশেখ আসে দ্বারে,
নব কল্লোল জেগে উঠে
সবার ঘরে ঘরে।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
                                    ৮/৫/'২০,দড়িপাড়া,গাজীপুর।


(প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ সহভাগিতামূলক উদ্যোগ, জলবায়ু সুরক্ষা দপ্তর, ন্যায় ও শান্তি কমিশন, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন