১. ঈশ্বর কত সুন্দর , কত ভালবাসময় তা অতি সহজেই উপলদ্ধি করা যায় তার অপরূপ সৃষ্টির সৌন্দর্য দেখে। সৃষ্টিকর্তার এই সৌন্দর্যকে যখন নিজ হাতে যত্ন ও লালন পালন করি, মনে হয় আমি যেন স্বয়ং ঈশ্বরকেই সেবা করছি। ধ্বংসযজ্ঞের প্রতিযোগিতার এই বিশ্ব আজ ক্লান্ত ও প্রকৃতি বিপদগ্রস্ত। এ থেকে উত্তরণের উপায় হচ্ছে প্রকৃতির রত্নকে যত্ন নেওয়া।
২. পুণ্য পিতা পোপ ফ্রান্সিস ২৪ মে ২০১৫ খ্রীষ্টবর্ষে প্রকৃতি ও পরিববেশ বিষয়ক সর্বজনীন প্রেরণপত্র 'লাউদাতো সি' প্রকাশ করেছেন। এবছর যার পাঁচ বছর অতিবাহিত হতে যাচ্ছে। পুণ্য পিতার এই প্রেরণ পত্রের আলোকে আমাদের প্রত্যেকের বসতবাটি সবুজে আচ্ছাদিত করি ও সবুজ সতেজ জীবন যাপনে প্রয়াসী হই। বৈশ্বিক মহামারীর এই সঙ্কটময় মুহূর্তে প্রকৃতির গোপন আকুতি, আমরা যেন তাকে আর ধ্বংস না করি। প্রতিটি মাটির কণা যেন সবুজ লতাপাতা ও বৃক্ষহীন হয়ে রৌদ্রের কঠিন রশ্মির থাবায় হাহাকার না করে। বাড়ির আনাচে-কানাচে কোন জমি যেন পরিত্যক্ত না থাকে।
২. পুণ্য পিতা পোপ ফ্রান্সিস ২৪ মে ২০১৫ খ্রীষ্টবর্ষে প্রকৃতি ও পরিববেশ বিষয়ক সর্বজনীন প্রেরণপত্র 'লাউদাতো সি' প্রকাশ করেছেন। এবছর যার পাঁচ বছর অতিবাহিত হতে যাচ্ছে। পুণ্য পিতার এই প্রেরণ পত্রের আলোকে আমাদের প্রত্যেকের বসতবাটি সবুজে আচ্ছাদিত করি ও সবুজ সতেজ জীবন যাপনে প্রয়াসী হই। বৈশ্বিক মহামারীর এই সঙ্কটময় মুহূর্তে প্রকৃতির গোপন আকুতি, আমরা যেন তাকে আর ধ্বংস না করি। প্রতিটি মাটির কণা যেন সবুজ লতাপাতা ও বৃক্ষহীন হয়ে রৌদ্রের কঠিন রশ্মির থাবায় হাহাকার না করে। বাড়ির আনাচে-কানাচে কোন জমি যেন পরিত্যক্ত না থাকে।
থানচি ধর্মপল্লী, চট্টগ্রাম ডাইওসিস, বান্দরবন |
(প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ সহভাগিতামূলক উদ্যোগ, জলবায়ু সুরক্ষা দপ্তর, ন্যায় ও শান্তি কমিশন, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন