এতে সকলকে কমপক্ষে একটি গাছ লাগানোর আহ্বান করা হয়েছে। বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সহ-সভাপতি ও ন্যায় ও শান্তি কমিশন এর প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিও’র সভাপতিত্বে ১৪ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৫:৩০ মিনিটে ঢাকার মোহম্মদপুর সিবিসিবি সেন্টারে “চার লাখ বৃক্ষরোপণ কর্মসূচির” শুভ উদ্বোধন অনুষ্ঠানে ঢাকার আর্চবিশপ মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন ডাইওসিসের সম্মানিত বিশপগণ, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো রোজারিও, বিশপ সম্মিলনীর সেক্রেটারি ও ডেস্ক প্রধানগণ, বাংলাদেশের খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ কিছু খ্রিষ্টান মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান ও আর্থ-সামাজিক প্রতিষ্ঠানের প্রধানগণ। তাছাড়াও করোনাকালীন সুরক্ষা নীতিমালা অনুসরণ করে খ্রিষ্টান সমাজের বিশিষ্ট কিছু ব্যক্তি এ মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পোপ ফ্রান্সিস কর্তৃক ঘোষিত ‘লাউদাতো সি’/ প্রকৃতি বর্ষ ( ২৪ মে, ২০২০ – ২৪ মে, ২০২১ খ্রিষ্টাব্দ); জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ( ১৭ মার্চ ২০২০ – ১৭ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ) এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (২৬ মার্চ ২০২১ – ২৬ মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ) অর্থপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশের কাথলিক খ্রিষ্টান সমাজ এ মহতী কাজের উদ্যোগ নিয়েছে। সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪ লক্ষ কাথলিক খ্রিষ্টান প্রত্যেকে ১টি করে ফলজ চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনসংখ্যার বৃদ্ধির কারণে এবং এই জনগণের বহুবিদ চাহিদা পূরণ করতে গিয়ে বন ও বৃক্ষ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলশ্রুতিতে পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে। এমনিতর অবস্থায় ধর্মগুরু পোপ ফ্রান্সিস সকলকে প্রকৃতির যথাযথ যত্ন নেবার আহ্বান জানিয়ে ৫ বছর আগে ‘লাউদাতো সি’ বা তোমার প্রশংসা হোক নামে একটি সর্বজনীন পত্র লেখেন। এর ৫ম বর্ষপূর্তিতে পোপ মহোদয় (২৪ মে, ২০২০-২৪ মে, ২০২১ খ্রিষ্টাব্দকে) ‘লাউদাতো সি/প্রকৃতি-পরিবেশ বর্ষ’ হিসেবে ঘোষণা দিয়েছেন। তাই পোপ মহোদয়ের প্রকৃতি-পরিবেশ- লাউদাতো সি বর্ষ ঘোষণা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিশ্বজনীন মণ্ডলী ও দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশ কাথলিক মণ্ডলী ৪ লাখ বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে প্রাকৃতিক ভারসাম্য আনয়নে ও দেশের উন্নয়নে কিছুটা হলেও অবদান রাখতে পারবে বলে আমি আশাবাদী। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঢাকার মোহাম্মদপুরের সিবিসিবি চত্ত্বরে জলপাই, সফেদা ও জাম্বুরার তিনটি চারা রোপণের মধ্য দিয়ে ৪ লাখ বৃক্ষরোপণ কর্মসূচীর শূভ সূচনা করেন। উল্লেখ্য বৃক্ষরোপণের এ কর্মসূচিটি ২০২০-২০২১ খ্রিষ্টাব্দ সময়সীমার মধ্যে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী ও বিভিন্ন ডাইওসিস, বিভিন্ন কমিশন, স্কুল-কলেজ, যুব সংগঠন ও ক্লাব, বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের উদ্যোগে বাস্তবায়িত হতে যাচ্ছে। (বিজ্ঞপ্তি)
Bangladesh bishops launch tree planting program
Catholic Church leaders in Bangladesh led a tree planting activity in Dhaka on Friday, August 14.
“Trees play a vital role in maintaining the balance of nature,” said Cardinal D’Rozario, Archbishop of Dhaka.
He noted that due to population growth “forests and trees are slowly declining.”
“As a result, various natural disasters are hitting the world. In such a situation, the conscious community is emphasizing on maintaining the natural balance,” said the cardinal.
Bishop Gervas Rozario, vice president of the Bangladesh Catholic Bishops' Conference, inaugurated the "Four Lac Tree Planting Program" at Mohammadpur CBCB Center in Dhaka.
The event was attended by bishops of other dioceses as well as the leaders of Caritas in Bangladesh and in the region.
The program was launched to mark the Church’s Laudato si' Anniversary Year, the centenary of the birth of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, and the Golden Jubilee of Bangladesh's Independence.
All over Bangladesh, about 4 lac Catholics are expected to plant one fruit tree each, said the religious leaders.
“I am hopeful that by uniting with the global mullahs and the country, Bangladesh Catholic mullahs will be able to contribute at least a little bit to the natural balance and development of the country,” said Cardinal D’Rozario. - Nikhil Gomes/ RVA News
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন