শনিবার, ১৫ মে, ২০২১

‘লাউদাতো সি সপ্তাহ’ - মে ১৬-২৫, ২০২১ খ্রিস্টাব্দ

 LAUDATO SI WEEK 21, May 16-25, 2021

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস আমাদের আবাসস্থল, পরিবেশ ও জীবন-জীবিকা সুরক্ষার উপর মে ২৪, ২০১৫ খ্রিস্টাব্দে ‘লাউদাতো সি’ সর্বজনীন পত্রটি লিখেছেন। তাঁর আহ্বানে ‘লাউদাতো সি বছর’ (মে, ২০২০ থেকে মে, ২০২১ খ্রিস্টাব্দ) পালনের সমাপ্তিতে মে ১৬-২৫, ২০২১ খ্রিস্টাব্দ তারিখে ‘লাউদাতো সি সপ্তাহ’ উদযাপন হতে যাচ্ছে। করোনাভাইরাস মহামারির এ অবরুদ্ধ সময়ে নিজের অবস্থানে থেকে আমাদের আবাসস্থল, পরিবেশ ও জীবন-জীবিকা সুরক্ষার জন্য কিছু কিছু উদ্যোগ গ্রহণের মাধ্যমে অর্থপূর্ণভাবে সপ্তাহটি উদযাপন করতে পারি। যেমন-

১. আমাদের জীবনযাপনে অপরিহার্য উপাদান (মাটি, বায়ু, আগুন, জল) নিয়ে গভীর মনোযোগ প্রদান করতে পারি; কিন্তু এসবই
এখন চ্যালেঞ্জের সম্মুখীন এবং আমাদের সকলকেই ভাবিয়ে তুলছে; আমরা সবাই ভুক্তভোগী;

২. দীনদরিদ্র, দুর্বল ও দুঃখকষ্টে জর্জরিত মানুষের আর্তনাদে আরও অধিক মনোযোগ দিতে পারি;

৩. একটি আরও ন্যায়-সঙ্গত, আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনীতির প্রতি মনোযোগ দিতে পারি যা কাউকে পিছনে
ফেলে রাখে না;

৪. সহজ-সরল জীবনযাপনের মাধ্যমে সমৃদ্ধ-জীবন গড়ার প্রত্যয় নিয়ে কিছু কিছু বিষয়ে সচেতনতা লাভ করা যায়- (ক)
পরিস্কার-পরিচ্ছন্নতা, (খ) অপচয়রোধ, (গ) দূষণমুক্ত পরিবেশ, (ঘ) প্রকৃতিজাত, বিশুদ্ধ ও সুষম খাদ্য আহার ও পানীয় পান
করা;

৫. আমাদের অভিন্ন উৎপত্তি সম্বদ্ধে, আমাদের পারস্পরিক দায়বদ্ধতা সম্পর্কে এবং সম্পদসমূহ সবার সাথে সহভাগিতা করার
দায়িত্ব সম্বদ্ধে পরিবেশ বিষয়ক শিক্ষা, জ্ঞান ও সচেতনতা গ্রহণ করতে পারি;

৬. ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির ধ্যানমগ্নতায় বিস্ময়বোধ, প্রশংসা, আনন্দ এবং কৃতজ্ঞতা অন্তরে অবিরত অনুভব করা; সৃষ্টি-কেন্দ্রিক
উপাসনা উদযাপনকে উৎসাহিত করা এবং পরিবেশগত ধর্মশিক্ষা, প্রার্থনা, নির্জনধ্যান ও মানব গঠন কার্যক্রম আয়োজন
করা যায় এবং

৭. এ সংকটকালে একযোগে এই ধরিত্রীকে বাঁচানোর চিন্তায় মনোযোগী হওয়া ও অংশগ্রহণমূলক বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ খুবই
প্রাসঙ্গিক ভাবনা।
আসুন, একসাথে, একত্রে আমাদের আবাসস্থল, পরিবেশ ও জীবন-জীবিকা সুরক্ষা নিশ্চিত করতে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাসমূহ অবিরত চালিয়ে যাই; ‘আমরা সবুজ, আমরা সুন্দর’ থাকি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন