বুধবার, ১৯ মে, ২০২১

অধ্যয়ন, অনুধাবন ও অনুশীলন

 খ্রিস্টমণ্ডলীর কর্মনীতি বা কর্মকৌশল হলো  সদ্বিবেচনা বা বিবেক। সদ্বিবেচনা এমন একটি নৈতিক গুণ যা মঙ্গল-উদ্দেশ্য ও সঠিক পদ্ধতি জানার জন্য সাহায্য করে। সদ্বিবেচনার প্রক্রিয়ায় তিনটি ধাপ লক্ষ্যণীয়: (ক)  পরিস্থিতি জানা - “দেখা” (খ) যাচাই করা বা শুনা বা বিশ্লেষণ করা এবং (গ) কাজের সিদ্ধান্ত নেওয়া  বা কাজ করা।  সদ্বিবেবচনা এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা সঙ্গতিপূর্ণ, বাস্তবধর্মী ও দায়িত্বশীল।‌ আমরা যখন ‌'লাউদাতো সি সপ্তাহ -২১' পালন করছি তখন নিম্নের বিষয়সমূহ নিজেরা গভীরভাবে অনুধাবন এবং অনুশীলন  করে আমাদের আবাসস্থল, পরিবেশ ও জীবন-জীবিকা সুরক্ষার জন্য কিছু কিছু উদ্যোগ গ্রহণের মাধ্যমে সপ্তাহটি অর্থপূর্ণ করতে পারি। 

(১) পরিস্কার-পরিচ্ছন্নতা- নিজের দেহ থেকে শুরু করে পোশাক-আশাক, ঘরবাড়ী, রাস্তাঘাট, কর্মস্থল, সমাবেশস্থল, প্রভৃতির পরিস্কার-পরিচ্ছন্নতা; 

(২) অপচয়রোধ- প্রয়োজন অতিরিক্ত খরচপাতি, জিনিসপত্র ও দ্রব্যসামগ্রীর অপব্যবহার, ভোজনবিলাস ও অতি ভোগের মানসিকতা বর্জন ; 

(৩) দূষণমুক্ত পরিবেশ- শব্দ, বায়ূ, জল এবং সকল প্রকার দূষণমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা; গণপরিহন ব্যবহার করা এবং পরিবহণের দূষণকারী কর্মক্রিয়া পরিত্যাগ করতে হবে; 

(৪) স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ- শাকসবজি, ফুল ও ফলের বাগান করা এবং খাবারের হিসেবে ব্যবহার করা। প্রকৃতিজাত, বিশুদ্ধ ও সুষম খাদ্য আহার ও পানীয় পান করা; মাংস গ্রহণ কমানো, পরিমিত পরিবেশন ও পরিমিত ভোগ, দেশীপণ্য ব্যবহার;

 (৫) সত্য মতকে সত্যরূপে গ্রহণ- সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিত্তিহীন গুজব ও ‘মতের অরণ্য’ থেকে  বেরিয়ে এসে মূলধারার গণমাধ্যমের উপর নির্ভর করা যেন যথার্থ আনন্দ, গভীর তৃপ্তি, প্রকৃত সত্য আহরণ করা। সকলে সত্য মতকে অবিচল সত্যরূপে গ্রহণ করতে পারলে নানা প্রকার বিদ্রোহ, বিভ্রাট ও মনোবিকার যার ফলে সৃষ্ট এক ধরণের মানসিক আর্বজনা থেকে সমাজ রক্ষা পাবে এবং

(৬) ছুঁড়ে ফেলার সংস্কৃতি বর্জন- অর্থনীতি ও উৎপাদনের ক্ষেত্রে সংগ্রহ কর-চাহিদা পূরণ কর-ছুঁড়ে ফেলার (Take-Make-Dispose) বর্তমানযুগে প্রচলিত উন্নয়নের মডেলের পরিবর্তে লাউদাতো সি'র অনুপ্রেরণা- পুনর্নবীকরণ-পুনঃপ্রক্রিয়াজাতকরণ-অন্যের প্রয়োজনে সহভাগিতার (Renew-Remake-Share) রূপান্তরশীল প্রক্রিয়া প্রচলন ও অনুুসরণ করা। 

আসুন, একসাথে, একত্রে আমাদের আবাসস্থল, পরিবেশ ও জীবন-জীবিকা সুরক্ষা নিশ্চিত করতে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাসমূহ অবিরত চালিয়ে যাই; ‘আমরা সবুজ, আমরা সুন্দর’ থাকি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন