রবিবার, ৫ জুলাই, ২০২০

শিশু নির্যাতন ও হত্যা


১. জুলাই ২, ২০২০ খ্রিস্টব্দ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম):  বিদেশ যেতে চার লাখ টাকা যৌতুক চেয়ে না পেয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে ‘উচিত শিক্ষা দিতে’ ঢাকার যাত্রাবাড়ীর এক ব্যক্তি নিজের শিশু সন্তানকে হত্যা করেছেন বলে র‌্যাব জানিয়েছে। সন্তান হত্যায় গ্রেপ্তার জুলহাস (৩১) যাত্রাবাড়ীর মাতুয়াইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাঙ্গারির দোকানে কাজ করেন। মাতুয়াইল এলাকার কোনাপাড়া বস্তিতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি। এই হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে তার প্রতিবেশী মো. জুয়েল ব্যাপারী (২০) নামের এক টেম্পুর হেলপারকেও গ্রেপ্তার করেছে র‌্যাব। এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়াইল মধুবাড়ী ময়লা ডিপোর কাছের গ্রীন মডেল টাউন এলাকার কাঁশবন থেকে তিন বছরের শিশু মাহিমের লাশ উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানিয়েছেন। তিনি বলেন, গত ২৭ জুন দুপুরে এই হত্যাকাণ্ডের পর তার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে গল্প ফাঁদেন জুলহাস। এ বিষয়ে ২৯ জুন যাত্রাবাড়ী থানায় একটি জিডিও করেন তিনি। পরে র‌্যাব-১০ এর অফিসে গিয়ে তার ছেলেকে খুঁজে বের করে দেওয়ার জন্য অনুরোধ করেন জুলহাস।র‌্যাব কর্মকর্তা কাইয়ুমুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করার একদিন পর মঙ্গলবার জুয়েলকে মাতুয়াইল মৃধাবাড়ি রাজমহল হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

২. জুলাই ২, ২০২০ খ্রিস্টাব্দ ( BD LIVE TV.নেট)  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ বছরের শিশুকে হত্যার দায়ে ইউনুস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ইউনুস স্বীকার করেছে, সে চোরের অপবাদ সইতে না পেরে শিশুটিকে দা কুপিয়ে হত্যা করেছে।গত মঙ্গলবার উপজেলার বিলাসছড়া চা বাগানে এই হত্যাকান্ড ঘটে। নিহত শিশুটির নাম রিমন গড় (৫) সে ওই বাগানের শিবু গড় এর ছেলে। বুধবার মৌলভীবাজার জেলা আদালতে প্রেরন করলে, হত্যাকারী ইউনুস আদালতে খুন করার বিয়য়ে ১৬৪ধারায় স্বীকারক্তিমুলক জবানবন্দি দেয়। জানা যায় যে, ইউনুসকে বেশ কিছু মাস আগে শিবু রামের রিক্সার ব্যাটারি চুরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে স্থানীয় ইউপি মেম্বার। কিন্তু সে টাকাটা দিতে পারে নি। তাকে প্রায়ই শিবরামের পরিবারের লোকজনেরা তাকে চোর বলে সম্মোধন করতো। এই অপমানের কারনেই সে (৩০ জুন) মঙ্গলবার দুপুর ৩টার দিকে শিশুটিকে পাখি শিকার করার কথা বলে চা বাগানে নিয়ে যায় এবং সেখানে দা দিয়ে কুপিয়ে শিশুটিকে খুন করে। ইউনুসকে মৌলভীবাজার আদালতে প্রেরন করলে সেখানে সে এই স্বীকারক্তিমুলক জবানবন্দি দেয়। শিশুর লাশ উদ্ধার করার পর (বুধবার) ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন