১.'লাউদাতো সি সপ্তাহ' (১৬-২৪ মে, ২০২০ খ্রিস্টাব্দ): পোপ ফান্সিস এর সর্বজনীন প্রেরণ পত্র 'লাউদাতো সি' (২৪ মে, ২০১৫ খ্রিস্টাব্দ) প্রকাশের পাঁচ বছর অতিবাহিত হতে যাচ্ছে। পোপ মহোদয় মে মাসের ১৬ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ‘লাউদাতো সি সপ্তাহ’ ঘোষণা দিয়েছেন । পরিবেশের অনেক ক্ষতি আমরা করে ফেলেছি, এখনও করে যাচ্ছি। এই অবরুদ্ধ সময়ে আমরা যদি ঘরে থেকেই নিজের ঘর ও প্রাত্যহিক জীবনের পরিবেশ সুরক্ষা করি তবে আমাদের অভিন্ন বসতবাটি এ ধরিত্রির যত্মই করছি। আমরা পোপ ফ্রান্সিস এর আহ্বানের একাত্মতায়ই থাকব।
২. ‘আমরা সবুজ, আমরা সুন্দর’- ন্যায় ও শান্তি কমিশন (জলবায়ু সুরক্ষা দপ্তর)-বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী’র একটি প্রস্তুতিমূলক জনসচেতনতা উদ্যোগ ‘আমরা সবুজ, আমরা সুন্দর’ গ্রহণ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারী, ২০২০ খ্রিস্টাব্দে ঢাকা আর্চডাইওসিস এর পবিত্র পরিবার ধর্মপল্লীর একটি এলাকায় খ্রিস্টভক্তদের উদ্যোগে ‘লাউদাতো সি ক্রুশের পথ’ আয়োজন করা হয়। প্রায় ৩৫০জন খ্রিস্টভক্তের অংশগ্রহণে ৩ কি.মি. তীর্থ করে প্রকৃতি নিয়ে অনুধ্যান করা হয়। শেষে খ্রিস্টভক্তগণ নিজের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, নিজস্ব দায়িত্বে প্লাস্টিক ব্যবস্থাপনা, নর্দমায় পরিণত করা খাল পরিষ্কার, গাছ রোপনসহ আরো কিছু উদ্যোগ গ্রহণ করে। যা ধাপে ধাপে বাস্তবায়নের তাৎক্ষণিক পদক্ষেপও নিয়েছে। এইভাবে অন্যান্য ডাইওসিসের ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে পর্যায়ক্রমে পরিবেশে সুরক্ষা কার্যক্রম চলমান থাকবে।
২. ‘আমরা সবুজ, আমরা সুন্দর’- ন্যায় ও শান্তি কমিশন (জলবায়ু সুরক্ষা দপ্তর)-বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী’র একটি প্রস্তুতিমূলক জনসচেতনতা উদ্যোগ ‘আমরা সবুজ, আমরা সুন্দর’ গ্রহণ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারী, ২০২০ খ্রিস্টাব্দে ঢাকা আর্চডাইওসিস এর পবিত্র পরিবার ধর্মপল্লীর একটি এলাকায় খ্রিস্টভক্তদের উদ্যোগে ‘লাউদাতো সি ক্রুশের পথ’ আয়োজন করা হয়। প্রায় ৩৫০জন খ্রিস্টভক্তের অংশগ্রহণে ৩ কি.মি. তীর্থ করে প্রকৃতি নিয়ে অনুধ্যান করা হয়। শেষে খ্রিস্টভক্তগণ নিজের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, নিজস্ব দায়িত্বে প্লাস্টিক ব্যবস্থাপনা, নর্দমায় পরিণত করা খাল পরিষ্কার, গাছ রোপনসহ আরো কিছু উদ্যোগ গ্রহণ করে। যা ধাপে ধাপে বাস্তবায়নের তাৎক্ষণিক পদক্ষেপও নিয়েছে। এইভাবে অন্যান্য ডাইওসিসের ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে পর্যায়ক্রমে পরিবেশে সুরক্ষা কার্যক্রম চলমান থাকবে।
৩. অবরুদ্ধ সময়ে কিছু করণীয়: খাবার সময় অথবা অবসর সময়ে পরিবারে একসাথে পবিবেশ সুরক্ষা বিষয়টি নিয়ে আলাপ করতে পারি। আমরা অবাক হয়ে যাব ছোটরা কত সুন্দর সুন্দর নতুন নতুন প্রস্তাব দিয়ে ফেলছে। শুধু মাত্র বিষয়টি তাদের মননে প্রবেশ করার দায়িত্ব বড়দের। আমরা ঘরে থেকেই পরিবেশ বিপর্যয়ের বিষয়সমূহ চিহ্নিত করে নিজেদের প্রতি আরো যত্নবান হয়ে উঠতে পারি। আমাদের পানি অপচয় রোধ, প্লাস্টিক ব্যবহার হ্রাস ও সঠিক ব্যবস্থাপনায় ফেলা, পরিত্যাক্ত স্থান পরিচ্ছন্ন রাখা, নিজের খাবার তালিকা স্বাস্থ্যসম্মত বিষয় গুরুত্ব প্রদান, শাক-সবজ্জি উৎপাদন, গাছ রোপন, মুরগী, কবুতর, গরু-ছাগল প্রতিপালন, খাল ও ডোবার যত্ন করা, পুরাতন কাপড় দিয়ে বাজার ব্যাগ তৈরি করার মাধ্যমে আমরা পরিবেশের যত্ন নিতে পারি। এসব বিষয়ে আমরা চাইলেই করতে পারি, আমাদের শুধু মন থেকে চাইতে হবে। এভাবেই আমরা পোপ মহোদয়ের সাথে পরিবেশ সুরক্ষা ও আমাদের বসতবাটির যত্নের আহ্বানে সাড়া প্রদান করতে থাকব।
৪. লাউদাতো সি ক্রুশের পথ (২৮ ফ্রেরুয়ারী, ২০২০ খ্রিস্টাব্দ): প্রকৃতি ধ্যানে ক্রুশের পথের কিছু ছবি নিম্নে দেয়া হল (দড়িপাড়া, গাজীপুুর, বাংলাদেশ)। আমাদের আদেশ দেওয়া হয়েছে পৃথিবী নামক বাগানটি 'চাষ করতে ও তার রক্ষণাবেক্ষণ করতে -আদি ২:১৫ (৬৭, লাউদাতো সি)।
--লাউদাতো সি সপ্তাহ ১৬-২৪ মে, ২০২০ খ্রিস্টাব্দ
৫. তবুও আমরা যেন বাইরে না যাই, ঘরেই থাকি। লকডাউন সময়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থার নির্দেশনা মেনেই যেন সব উদ্যোগ গ্রহণ করি। আমাদের গুরুত্বপূর্ণ কাজ ও মহা ব্যস্ততা থেকে বাধ্য হয়ে ‘লকডাউন’ আছি যেখানে আমরা ‘বিশ্বটা অবরুদ্ধ’ বা ‘পৃথিবীটা মনেস্টারি’ ভাবছি। এমনও হতে পারে অবশেষে সৃষ্টিকর্তা বিশ্বের এমন পরিস্থিতির মধ্য দিয়ে হুমকি স্বরূপ ঘাতক ভাইরাসটি দুনিয়া থেকে নির্মুল করবেন। আমাদের বিশ্ব, আমাদের সমাজ, আমাদের এলাকা হয়ে উঠবে পুনর্নবীকরণ, ব্যাপক রূপান্তরিত যা আমরা কল্পনাও করতে পারছি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন